অনেকদিন ধরেই একটা দোয়েল পাখি আটকে ছিলো আমার বুক পকেটে।
কিছুটা আকাশ মাঝে মাঝে উপচে পড়ে সেই পকেট থেকে,
দোয়েলটা সেই আকাশে উড়তে উড়তে আমাকে প্রতিদিন তার মৃত্যুর গল্প বলে
তার অসুখের কথা বলে,
শোনায় তার একাকীত্বের গল্প ,
ধীরে ধীরে সে কিভাবে অচল হয়ে যাচ্ছে সেই কথা বলে।
বুক পকেটে রাখা একটা দুই টাকার পুরনো নোটের গায়ে বসে থাকা দোয়েলটি
আমাকে তার মতো করে ভাবায়,
কখন যে নিজেরই বুক পকেটে মরে গিয়ে অচল হয়ে যাই নিজের অজান্তে!
আহারে
আমি মরে গেলে দোয়েলটি কার বুক পকেটের আকাশে উড়বে।
-----------------
র শি দ হা রু ন
১৫/০৪/২০২১