আমার ভালো লাগে না,
কিচ্ছু ভালো লাগে না
দিন ভালো লাগে না,
রাত ভালো লাগে না,
সময় যায় না ,
সময় আসে না
আমার ভালোলাগে না,
কিচ্ছু ভালোলাগে না।

প্রতিদিন গভীর রাতে বেড়িয়ে পরছি একা,
হাতে আগলে রাখছি এক বিষাদের চিঠি,
রাতের পাহারাদারদের ফাঁকি দিয়ে শহরের দেয়ালে দেয়ালে সেঁটে দিচ্ছি সেই চিঠি-
“প্লিজ, আমার মন খারাপের রাতে তুমি ঘুমিও না।”

তুমিতো জেগে থাকো না
তুমি কখনোই তাই দেখলে না,
গোপন বিপ্লবীর মতো আমি রাতের আঁধারেই
দেয়ালে দেয়ালে তোমাকে লিখে যাচ্ছি
‘একতরফা ভালোবাসা”র চিঠি অনবরত।

এক অচেনা আততায়ী
ভোর হওয়ার আগেই তুলে ফেলে,
ছিড়ে ফেলে
তোমাকে লেখা আমার বিষাদের চিঠি।

তোমার ফোন নাম্বার জানিনা,
জানিনা তোমার ঠিকানা,
তাই সারাদিন মন খারাপ করে
রং নাম্বারে ফোন করে যাই বারবার,
‘হ্যালো’ বলতেই রেখে দেই,
কোনো ‘হ্যালো’তেই তোমাকে পাই না
তাই ভোর হতেই
আমার ভালো লাগে না,
কিচ্ছু ভালো লাগে না।

সারাদিন তাই বিষাদের চিঠি লিখে যাই,
অপেক্ষা করি গভীর রাতের জন্য,
শহরের দেয়ালে দেয়ালে সেঁটে দিচ্ছি সেই চিঠি,
“প্লিজ, আমার মন খারাপের রাতে তুমি ঘুমিও না।”

যদি কোনো একদিন তুমি গভীর রাতে
তোমারও মন খারাপ হয়’
যদি তোমারও ভালো না লাগে,
কিচ্ছু ভালো না লাগে,

তখন তুমিও একটি বিষাদের চিঠি লিখে দেখো আমাকে,
“আমি কখনোই ঘুমেবো না তোমার মন খারাপের রাতে”
——————————
রশিদ হারুন
২৭/০৪/২০১৯