পিরিতি থাকে যেই মনেতে
ঘৃনা থাকে কেমনে, সেইখানেতে?
বড় আজব মানুষের
এই মনের ঘর
ও দয়াল , আমি কেমনে চিনবো
কে আপন কে পর?
এই মনটা যখন ,সুখ রে আনে
বাসরের পিরিতির নাইওর
দুঃখ তখন কেমনে জানে
গোপন এই পিরিতির খবর ?
আমার সুখের যে আর হইলো না
প্রেম বন্ধুয়ার সাজন,
ও দয়াল , দুঃখ আমার
সুখের চাইতে ও বড় মহাজন।
বড় আজব মানুষের
এই মনের ঘর
ও দয়াল , আমি কেমনে চিনবো
কে আপন কে পর?
ও মনরে তুমি বুঝোনা
শুন্য শুন্য খেলা,
সুখ খুজতে গেল তোমার
এক জীবনের বেলা।
ও দয়াল , দুঃখ আমার
সুখের চাইতে ও বড় মহাজন।
----------------
রশিদ হারুন