আজ সারাদিন  
মন খারাপ করে
আমার সাথে
একটি আদিম হাহাহাকার
ঘুরেছিলো।

হয়তোবা,
লক্ষ কোটি বছর আগের,
কোনো এক কবি’র
না লিখতে পারার কষ্টটা
পুড়ছিলো।

—————
রশিদ হারুন
১৯/০৫/২০১৯