বন্ধ দরজায় বারবার কড়া নাড়ছে কে যেনো!
অথচ আজ শুক্রবার
আমি সারাদিন ঘুমোবো।
দরজা খুলে দেবার মতো একজন মানুষও নেই এ বাড়িতে ,
শত ধাক্কা দিলেও আমি দরজা খুলবো না আজ।

আমি জানি
ভালো করেই জানি ,
দরজার ওপারে হাতে ফুলের তোড়া নিয়ে
সুন্দর পরিপাটি করে সেঁজে দাঁড়িয়ে আছে একটি অচেনা কষ্ট।

প্রতিদিন নতুন নতুন কষ্ট কার ভালো লাগে, বলুন?
আজ আমার ছুটির দিন,
কষ্টদেরও অন্তত একদিন ছুটি কাটানো উচিত।
----------------
র শি দ  হা রু ন
১০/০৫/২০২১