পিছে ফিরে তাকালে?
না বোধহয় ভুল দেখেছি!
তোমার অতীতের চোখের দৃষ্টি
দীর্ঘশ্বাস ফেলে রাস্তায় এখনো পড়ে আছে।
তুমি চলেই যাচ্ছ!!
পিছু নিয়েছে তোমার ছায়া,
আবারও ভুল দেখিনিতো!
ছায়ার কাঁধে হাত রেখেছে
বিষন্ন কিছু মায়া,
তোমারই মায়া।
আমাকে ছেড়ে যাবার সে কি চেষ্টা,
বুক ভরা আত্মদহনে শুধু পোড়ালে
আমার দিনকাল।
এক জীবন পার করলাম
তোমার ‘বিষন্ন মায়া’ কুড়িয়ে কুড়িয়ে
সকাল বিকাল।
তোমার ছায়া না দেখলে,
আমি কখনোই জানতাম না
ছায়া’ও দীর্ঘশ্বাস ফেলে,
আশ্চর্য না, কি বলো?
——————————
রশিদ হারুন
২৫/০২/২০১৯