এক বিকেলে গুলিস্থানে দাঁড়িয়ে আছি আমি
না গুনতে পারা অসংখ্য মানুষের মিছিলে,
অথচ বুকের ভিতর টের পাই
আমি একা
একেবারে একা!
আমার রক্ত বোধহয় জন্ম থেকেই পালছে একাকীত্বের এক মাদক নেশা,
তা না হলে আমাকে জন্ম দিয়েই মা আমার মারা যেতেন না!
সূর্য্য ডুবলেই উড়তে যাওয়া বিষণ্ণতা
শক্ত সামর্থ্য হয়ে
আবারো ফিরে আসে আমার বুকের ঘরে।
আমি অজান্তেই বুকে পালছি বিষণ্নতার এক বিশ্রামের বাড়ি!
তাইতো সারাদিন রাত্রিতে আমার মন খারাপ থাকে অযথাই।
সন্ধ্যা রাতে গলির মোড়ে পরিচিত চায়ের আড্ডায়
বসে যাই বন্ধুদের সাথে।
আকাশের দিকে তাকিয়ে দেখি নিঃসঙ্গ এক চাঁদ,
আর মাটিতে চোখ নামাতেই পাই মানুষের ভীড়ে লুকিয়ে থাকা একটি নিঃসঙ্গ ছায়া।
কি এক অদ্ভুত মিল আমাদের দু’জনের।
গভীর রাতে চারিদিকে সবাই ঘুমিয়ে পড়লে
আমার নিঃসঙ্গ ছায়া
পৃথিবীর প্রাচীনতম নিঃসঙ্গ একই চাঁদের মায়াবী আলোতে মাখামাখি হয়ে ,
নিঃশব্দে হেঁটে হেঁটে
প্রতিবার বাড়ি ফিরে
আমারই পথ ধরে।
--------------------
র শি দ হা রু ন
২৪/০৩/২০২১