আমি তাকিয়ে থাকি,
সারারাত অপলক তাকিয়ে থাকি,
-একটি বালিশের দিকে।
খালি বালিশটি সারারাত ধরে
হাহাকার করে আমারই মতো।
বালিশটিতে একসময় তুমি ঘুমোতে।

আশ্চর্য বিষাদে বালিশ আর মানুষ এক হয়ে যায়!
————————————
রশিদ হারুন
২২/০৬/২০২০