একটা বিষাদ যেহেতু আমার পিছু নিয়েছে, তাই কয়েক’দিন আমার মন খুব খারাপ থাকছে। ‘খারাপ মন’ নিয়ে পুরো শহর ঘুরে বেড়াই আর চেষ্টা করছি বিষাদটাকে ঝেরে ফেলতে। যেমন ধরুন , হঠাৎ চলন্ত বাস থেকে লাফ দিয়ে নেমে রাস্তা পার হয়ে উল্টো দিকের বাসে উঠে পরলাম,যেনো হাফ ছেড়ে বাঁচালাম।কিন্তু বাসার দরজা খুলতেই দেখি বিষাদ’টা আমার বিছানায় শুয়ে আছে আয়াসে, কফি খাচ্ছে আর মুচকি হাসছে,
বিড়ালের মতো ঠিকই বাসা চিনে চলে এসেছে।
তারপর একদিন ভাংঙ্গা চাঁদের আলোতে গভীর রাতে যখন মন খারাপ করে বাসার ছাদে বসে আছি, বিষাদ’টা ঠিক আমার পাশেই কাঁধে হাত রেখে বসেছিলো।
হঠাৎ লক্ষ্য করলাম পাশের বাসার ছাদে একজন নারী বসে আছে আকাশের দিকে তাকিয়ে, আর ভাংঙ্গা চাঁদের আলোকে আরো বিষন্ন করেছে তার কাঁধে হাত রেখে বসে থাকা একটি বিষাদ।খুবই আশ্চর্যজনক ভাবে আমার বিষাদ’টা লাফ দিয়ে পাশের বাসার ছাদে চলে গেলো, তারপর নারী’টির বিষাদ’টাও হেসে দিয়ে তার হাতে হাত রেখে ছাদের এককোনে বসে গল্প করতে লাগলো। বিষাদ দুটোর হাসিতে আমরা অস্বস্তিতে পরে গেলাম। আমি খুবই লজ্জিত হয়ে নারী’টিকে বললাম, “আমি অনেক’দিন পর এই বিষাদের যন্ত্রনা থেকে মুক্ত হলাম আপনার জন্য, আপনাকে ধন্যবাদ।”
নারী’টি বললো, “আমিও,
আবার যদি কোনোদিন এই বিষাদ আপনার পিছু নেয় তাহলে আমাকে ডাকবেন।”
আমি বললাম, “ আপনিও ডাকবেন।”
নারী’টি বললো, “by the way  আমি মনোলীনা”
—————————
রশিদ হারুন
০৩/০৫/২০১৯