তিনযুগ হলো
যাত্রাবাড়ির ওয়াসা গলিতে হাঁটতে হাঁটতে বাড়ির ছাদ ছাড়িয়ে আকাশের চাঁদ দেখা হয়নি,
সেই গলির বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা পরিচিত কোন চেহারায় একটু আসকারা হাসি দেখা হয়নি তিনযুগ।
তবুও ঘুমের মাঝে ভরা পূর্ণিমার ফকফকা জোৎসনায় আমি হেঁটে বেড়াই
সেই মায়ামাখা গলির এক মাথা থেকে আরেক মাথায়।
বাড়িগুলোর ছায়া আমাকে আলিঙ্গন করে অনেকদিন পরে দেখা হওয়া বন্ধুরই মতো
পেয়ারা ঝুলে থাকে পরিচিত গাছটিতে
-আমাকে লোভী করার জন্য,
স্বপ্নের মাঝে গলির কুকুরগুলোর বিকট চিৎকারে আচমকা আমার ঘুম ভেঙ্গে যায়।
ঘুম ভেঙ্গে যায়
শুধু জানান দিতে
আমি এখনো বেঁচে আছি।
——————————
রশিদ হারুন
২৫/১০/২০২৪
ক্যালগারি, কানাডা