আমার আত্মঘাতী বন্ধুটি তার শেষ চিরকুটে লিখেছিলো,
“নিজেকে আর টানতে ইচ্ছে করছে না
-প্রচন্ড আলসেমিতে পেয়েছে আমার,
তাই উড়াল দিলাম বাতাসে।”
দশতলা ছাদ থেকে বাতাসে উড়তে উড়তে
সে যখন সুতো কাঁটা ঘুড়ির মতো মাটিতে পড়লো,
কালো পিচ ঢালা রাস্তাটা
পাকা টমেটোর রঙে লাল সিঁদুর পরিয়ে দিলো সে মূহুর্তেই।
আমার বন্ধুটির জীবনে
কিসের আলসেমিতে পেয়েছিলো আমি জানিনা,
সে কখনোই বলেনি
আর আমরাও কেউ জানতেও চেষ্টা করিনি।
আশ্চর্য মানুষের কখন এমন হয়
যে নিজেকেও টানতে হয়!
যার হয় সেই বোধহয় টের পায়,
জীবন অনেক ভারী হয়ে যায় তার কাছে।
আমার মনের ভিতরে
এখন সারাদিন রাত্রি শুধু ভয় উড়ে বেড়ায়,
আমি আর আকাশের দিকে তাকাতে পারিনা তারপর থেকে।
আকাশে যে কোন কিছু ভাসতে দেখলেই মনে হয় আমার বন্ধুটি বাতাসে উড়ছে।
সে হঠাৎ করেই আমার শরীরের উপড়ে এসে পরবে,
মুহূর্তেই আমাকে পাকা টমেটোর মতো লাল রঙের সিঁদুর পরিয়ে দিবে।
আমি এ জীবনে আর কখনোই
-লাল টমেটো খাবোনা।
————————————
র শি দ হা রু ন
১৪/০৯/২০২০