এক অদ্ভুত অসুখে আমি বোধহয় শীঘ্রই মরে যাবো তাই——
অসুখ -১
———————
একলা হলেই
একটি সাদা বক বুকে বসে পড়ে যখন তখন।
“ছুঁয়ো না-ছুঁয়ো না”
বকটি না করার পরও
লোভীর মতো তাকে ধরতে যাই প্রতিবার।
ছুঁতেও পারিনি তাকে আজও।
শুধু কুড়িয়ে পাই কিছু পালক।
যেখানে আঁকা থাকে শুধুই ‘দুঃখের রেখা।
আমার সারাজীবনের সব ‘সুখের রেখা’ ডানায় নিয়ে,
একটি সাদা বক -এক অদৃশ্য আকাশে,
-উড়ে আর উড়ে।
আমার আর ছোঁয়া হবে না তাকে
-এই একজীবনে।
_______॥______
অসুখ -২
————————
ওপড় দিয়ে সারাদিন শরীরে থাকি ফিটফাট,
আর বুকে পালি এক অদ্ভুত দীর্ঘশ্বাস।
কেউ বুঝেনা-
কেউ দেখেনা-
মধ্যরাতে একলা হলেই শরীরে করে হাঁসফাঁস,
শুরু হয় বুকে ভিতরে কান্নার ফিসফাস।
অদৃশ্য সেই মুখ - খালি করে বুক,
রাতের শহরের অলিগলির দেয়ালে দেয়ালে পোস্টারে ছেয়ে যায় শত শত
-আমার ‘সুখী দুঃখ’।
কেউ বুঝেনা-
কেউ দেখেনা-
দিনের শহরের বাতাসে বুদুবুদের মত উড়ে যতো
-আমার ‘দুখী সুখ’।
—————————-
রশিদ হারুন
০৭/০৩/২০২০