করছো তুমি পাগলামিতে
এক মানুষের ক্ষয়।
যতই তুমি দেখাও আমায়
অসভ্য অভিমানের ভয়।

কার কী?
আমার সয় আর না সয়!!

পুরো শহরের আকাশ জুড়ে
এখন  উড়ে
একজীবনের অসভ্য খিস্তি।

আমার ছোট্ট বুকে পড়ে পড়ে
শুধু ঝরে
একজীবনের অসম্মানের বৃষ্টি।

এই নষ্ট আকাশ
তোমার-আমার নয়!!
————————————
রশিদ হারুন
২১/০২/২০২০