সব সময় মনে হয়
‘অনুভুতিগুলো ‘ সরকারের কোষাগারে জমা দিয়ে দেই,
আমি কেনো কষ্ট টের পেয়ে যাই?
আমি কেনো সত্য টের পেয়ে যাই?
আমি মিথ্যাও টের পেয়ে যাই
তাই আমি বারবার মরে যাই
বারবার মরে যাই।
—————
রশিদ হারুন
০৫/০৫/২০১৮