বিদায়ের সময় বন্ধুরা প্রায়ই বলে,
ভালো থাকিস।
আমি কাউকে বলতেও পারিনা,
‘আমি ভালো নেই’
কীভাবে বলবো!
আমি প্রতিদিন একই শূন্য ঘরে
অ-ঘুমের ছটফটানিতে
-সারারাত একটি টিকটিকিকেও অসুখী করে রাখি।
তুমিই বলো,
আমার কি অন্য কোন কাজ নেই!
আমি কি পৃথিবীর সবাইকে জনে জনে ডেকে বলবো!
- মনোলীনাকে ছাড়া আমি ভালো থাকি কীভাবে?
———————————————
রশিদ হারুন
১৪/০৬/২০২০