যারা আত্মহত্যা করে তারা কেনো করে আমি জানিনা।
আমার পরিচিত কেউ কখনোই আত্মহত্যা করেনি।

সকালে পত্রিকার পাতায় যখনই কোনো আত্মহত্যার খবর চোখে পড়ে,
পড়বো না পড়বো না ভাবতে ভাবতে ঠিকই পড়ে ফেলি।
মাঝে মাঝে কারো কারো দুঃখ-কষ্ট, বিষাদগুলো
খুব চেনা চেনা আর আপন মনে হয়।
অনেকক্ষণ ঝিম মেরে বসে থাকি ।
বুক থেকে সেই লাশ দাফন করতে
সময় সময় অনেকদিন লেগে যায়।

সোজা বাংলায়  বললে,
পত্রিকা পড়ে আমিও সময় অসময়ে একইভাবে আত্মহত্যা করি।
————————————
রশিদ হারুন
১০/০৭/২০২০