মনোলীনা,
তুমি চলে যাচ্ছ,
বাতাসের মাঝে আমি দাবড়াতে দেখি
-অচেনা এক হাহাকার।
তুমি চলে যাচ্ছ,
চাঁদের বুড়ির দীর্ঘশ্বাসে রাতের আকাশে আমি শুনি,
-এক পরিযায়ী পাখির বিকট বিলাপ।
তুমি চলে যাচ্ছ,
তাই নদীর বুকে আমি দেখি,
-নদীর ডুবে মরে যাবার গোপন সাধ।
তুমি চলে যাচ্ছ,
ভুল প্রার্থনায় আমার সারাদিন,
-ভুল হয়ে যায় অহরহ।
মনোলীনা,
তুমি চলে যেতে যেতে
রেখে যাও আমার কাছে,
-অচেনা হাহাকার,
বিকট এক বিলাপ,
মরে যাবার গোপন সাধ,
আর আমার সারাজীবনের ভুল।
মনোলীনা,
এই ভাবে বারবার চলে যেতে যেতে
আমাদের বয়স বেড়ে যাবে,
তারপর, তারপর একদিন আমরা দুজনেই
মাটিতে মিশে যাব।
মনোলীনা,
মানুষ মরে গেলে তাদের স্মৃতিগুলো গাছ হয়ে জন্মায়।
আর এই জন্যই তুমি চলে গেলে,
-বাকি জীবন আমি গাছদের সাথেই থাকব।
———————-
রশিদ হারুন
০৯/০৮/২০২০