আমার ভিতরে একটা ‘হারামজাদা’ আছে
-এই দেশে মানুষ থাকে,
সব শালা ইতর।

আমার ভিতরে একটা ‘কবি’ আছে
- আমি আকাশের গায়ে
এক বিঘা জমিন কিনেছি,
একদিন মেঘের ঘর বানাবো ।

আমার ভিতরে একটা ‘শিশু’ আছে
-‘বাবা’ আমাকে কোলে নিতে হবে কিন্ত্তু,
আমার হাটতে কষ্ট হয়।

আমার ভিতরে একটা ‘বাবা’ আছে
-মা’মনি, রাতে না খেয়ে ঘুমাতে নেই
এক চড়ুই সমান ওজন কমে যাবে।

আমার ভিতরে একটা ‘প্রেমিক’ আছে.
-মনোলীনা,
আমার অভিমানের অস্ত্রে একদিন তুমি খুন হবে,
সাবধানে বাড়ী যেও ,
ভালো থেকো।

আমার ভিতরে একটা ‘মানুষ’ আছে
-বুঝে না বুঝে ছেলেটি একটা কথাই না হয় বলেছিলো,
তাই বলে একেবারে গুলি করে মেরে ফেলবেন,
আমি আর কখনোই কোনো মা’র চোখে  চোখ রাখতে পারবো না।

আমার ভিতরে একটা ‘বন্দী পাখি’ আছে
-পাখি তুই সুযোগ পেলেই কিন্ত্তু উড়াল দিস,
দোহাই তোর, পালিয়ে বাঁচিস।

আমার ভিতরে একটা ‘হাহাকার’ আছে,
-আমার গল্পটি ফুরালো,
তারপর সবাই সুখে শান্তিতে মিলেমিশে
এই দেশে বসবাস করতে লাগলো
-------------------------------
রশিদ হারুন
০৩/১০/২০১৮