আমি সারাদিন সুখী মানুষের চেহারা
চুরি করে সব জায়গায় ঘুরে বেড়াই।
অথচ কেউ ধরতেই পারেনা
-আমি একজন মুখোশ চোর!
ধরা পড়ে যাই মাঝে মাঝে
-যখনই কোন আয়নায় আমার চোখ চলে যায়।
আমার একজীবনের কষ্টের দোহাই
-শহরের সব আয়না কালো কাপড়ে ঢেকে দেওয়া হোক।
——————————
রশিদ হারুন
১৫/০৬/২০২০