হঠাৎ হঠাৎ মনে হয়
আমার পেছন দিয়ে কে যেনো চলে গেলো চুপিচুপি;
না বলে, একদমই না বলে,
অথচ আমি জানলামই না।
পেছনে ফিরে তাকালেই আমি আর কাউকেই দেখিনা কখনো!
শুধু একটি হলুদ পালক পড়ে থাকে মাটিতে সবসময়,
তোমারই নিঃশ্বাসের পরিচিত সেই গন্ধটা মেখে।

তুমি দেখো,
একদিন সেই হলুদ পালকের সাথে উড়তে উড়তে
-আমি সন্ন্যাসী হয়ে যাবো তোমারই মতো।  
—————————
র শি দ  হা রু ন
১৪/০৮/২০২০