প্রতি সন্ধ্যারাতে নির্জনে সমুদ্রের জলে পা ডুবিয়ে কাঁদতে কাঁদতে
চোরাবালিতে হুড়মুড় করে ভেঙে পড়ে
আমার ভাঙাচোরা বুক
আর একটা বিষণ্ন জীবন।
তার পাশে চুপচাপ বসে থাকে একটা ভেজা আকাশ।

নিজেকে অভিশাপ দিতে দিতে
একসময় ‘আমাকে’ ছুঁড়ে দেই  উত্তাল সমুদ্রজলে।
আমার শূন্য ভাঙাচোরা বুকে আবারও ‘আমাকে’ আশ্রয়ের আশায়
প্রতিবারই স্রোতের সাথে ফিরে এসে
নিজেরই ভেজানো পা আঁকড়ে ধরি।

এভাবেই চলে বারবার
আমার প্রত্যাখ্যান আর ফিরে আসার খেলা।

তাইতো প্রতিদিনই সমুদ্রের সাথে পাল্লা দিয়ে চিৎকার করে
আমি কাঁদি আর কাঁদি।

তুমি আর না ফিরলে
আমি একদিন সমুদ্রের জল হয়ে যাবো।
——————————
র শি দ  হা রু ন
৩১/১০/২০২১