অনেকেই বলে বাতাসেরও চোখ-কান-মুখ আছে!!
আমি এখোনো বাতাসের কোনো চোখ-কান-মুখ দেখিনি।
সত্যি সত্যি যদি চোখ-কান-মুখ থাকতো বাতাসের-
তাহলে প্রতি রাতে এই যে আমি অ-ঘুমে বিছানায় সাঁতার কাটি,
আর মাঝে মাঝে জল থেকে মুখ তুলে,
ঘরের ভেন্টিলেটারে বাস করা,
আমার মতো অ-ঘুমের জলে ডুবা,
একটি টিকটিকির সাথে গল্প করি সারা রাত ধরে,
সে কথাটি - বাতাসতো কাউকে না কাউকে বলতো।
অন্তত তোমাকেতো বলতে পারতো আমার এই অ-ঘুমের গল্প।
হোক না তোমার বসবাস অন্য শহরে।
সেখানেও তো বাতাস যায়!!
আর বাতাসের সাথে ভেসে ভেসে যায়
আমার আর আমার মতো একটি টিকটিকির
রাতের হাহাকার।
———————————
রশিদ হারুন
২৯/০১/২০২০