আমার সামনে-পিছনে, ডানে-বামে
ঘুরে বেড়ানো ছায়াটাকে
আমি সব সময়ই আগলে রাখি।
কোনমতে যেনো সে আমার পায়ের নিচে চাপা না পড়ে
সেই হিসাব করে আমি প্রতিবার পা ফেলি সাবধানে।
আমার সবসময়ই মনে হয়
পায়ের নিচে চাপা পড়লে ছায়াটি ব্যাথা পাবে!
ছায়াটা এমন ভাবে সারাক্ষণ আমার সাথে সাথে চলে
যে কেউ দেখলে ভাববে
এটা বোধহয় আমার পোষ মানানো,
আমি আদর করে ডাকলেই
কোলে উঠে পড়বে।
অথচ আমি জানি আমার এই ছায়ার
কোন আবেগ অনুভুতি নেই।
তবুও আমার বুকের ভিতরে
কে যেনো হাহাকার নিয়ে ডেকে বলে
-ছায়াটা আমার আরেক আমি।
মাঝে মাঝে বোধহয় আমরা অদল বদল হয়ে যাই
নিজেদেরই অজান্তে।
আজকাল আবেগ অনুভুতিহীন এক বুক নিয়ে
বেঁচে থাকার তীব্র গোপন লালসায়
আমি মাঝে মাঝে আমারই ছায়ার পিছে পিছে ঘুরি
তারই ছায়া হয়ে ।
———————
র শি দ হা রু ন
১১/০২/২০২১