রঙিন আলোতে হঠাৎ চোখ ঝলসে দিল বিয়ে বাড়িটি,
আর হলুদ রঙের কাপড়পরা নারী-পুরুষ সবাই দিল পরিহাসের দৃষ্টি,
কালো পাঞ্জাবিতে স্থির দাঁড়িয়ে বেমানান আমি
যেন একমাত্র শোকের প্রতিনিধি।
তারপর হঠাৎ করেই অপরিচিত এই শোকে
আমার সারা শরীর থেকে অদৃশ্য রক্ত ঝরে পুরো বিয়ে বাড়ি লাল রঙে ভেসে যেতে লাগল।
আজ তোমার গায়ে হলুদ!
অথিতিদের বিদ্রুপের হাসি দেখে মনে হলো
এর চেয়ে কৌতুকময় নাটক উনারা কখনো দেখেননি এক জীবনে,
-একজন ব্যর্থ পুরুষ বোকার মতো রাস্তায় দাঁড়িয়ে
দোতালার এক জানালায় তার প্রেমিকার ছায়া খুঁজছে
প্রেমিকারই গায়ে হলুদের দিনে!
পরিহাসের চোখে সব অতিথি আমাকে দেখছে
-যেন আমি একজন অক্ষম পুরুষ।
আর তোমার পোষা কুকুরটি আমার গা ঘেসে স্বান্তনা জানাতে জানাতে
আশ্চর্য হয়ে দেখছে,
-মায়া মমতাহীন কিছু রঙিন মানুষ।
তোমার গায়ে হলুদের শোকে অন্তত আমার জানা হলো
না বুঝে এতদিন ধরে যেটাকে প্রেম ভেবেছিলাম
-আসলে তা ছিল এক অ-প্রেম
আর আমি ছিলাম একজন অ-প্রেমিক।
—————————
র শি দ হা রু ন
২৬/১১/২০২১