ঝড়-বৃষ্টির দিনে আকাশ পাতাল জুড়ে
বাতাসের তীব্র কান্নাকাটি।
সেই কান্নায় আমার বুকের মাঝেও জল বেড়ে যায়।
আমি আর আমার নিঃসঙ্গতা
ভয়ে আলিঙ্গন করে শুয়ে থাকি,
-আমার রাতের বিছানা যেন আজও জলে ডুবে না যায়।
তীব্র রোদে একদিন আমার বুকটা শুকাতে হবে।
———————
রশিদ হারুন
০৯/০৬/২০২০