আমার কান্না পায়,
প্রচুর কান্না পায়,
একথা কি চিৎকার করে বলতে হবে?

যদিও আমি আজকাল অযথাই অল্পতেই কেঁদে ফেলি!
কেন যে কাঁদি?
সারাদিন তার কারণও খুঁজেও পাই না।

আমার মনে হয়,
-প্রেমে পড়লে মানুষের চোখের জল বেড়ে যায়!
এ ব্যাপারে তোমার কী মতামত?
————————
রশিদ হারুন
০৯/০৬/২০২০