ঠিকানা বদলে ফেলেছো বোধহয়!
তাইতো তোমাকে লেখা আমার চিঠি বারবার ফিরে আসে প্রেরকের ঠিকানায়।
খামের গায়ে প্রতিবারই ডাকপিয়ন কালো কালিতে কুৎসিত ভাবে লিখে দেয়
-ভুল ঠিকানা !!
তুমি আজকাল আকাশে তাকালেই দেখবে
শহরের আকাশে এখন সুতো কাটা ঘুড়ির বদলে
উড়ে শুধু আমার
-ভুল ঠিকানার চিঠি।
———————
রশিদ হারুন
১০/১১/২০২০