এমন আগুন জোছনায় তুমি আজ
চোখে কাজল দিয়োনা।
এমন আগুন জোছনায় আমি আজ  
ঘরের বাতি জ্বালাবোনা।

আকাশে জোনাকিদের সংগম,
পাগলা বাতাসে শুধু কামনার গন্ধ।
আর আমার বিছানায় নাচে জোনাকিদের সংগমের ছায়া।

এমন আগুন জোছনায় তুমি নেই,
তবুও আমার বিছানায় জ্বলে
শুধু তোমার কাজল চোখ।
—————————————
রশিদ হারুন
১৩/০৩/২০২০