আজ আমার মন খারাপের রাত,
আমার মন খারাপের রাতে
তুমি আকাশের দিকে তাকিয়ো না,
তোমার শরীর ভিঁজে যাবে আকাশের কান্নায়।

আজ রাতের মেঘ ও জানে
আমার মন খারাপ,
মেঘ আমার মন খারাপের গল্প আকাশ’কে বলেছে,
রাতের আকাশও কাঁদছে
আমার মন খারাপের গল্পে।
ভিঁজে যাবে, তুমি ভিঁজে যাবে,
তাকিয়ো না আকাশে আজ
আমার মন খারাপের রাতে।

আজ রাতে আমার মন খারাপ ছুটছে
ঘড়ির কাঁটার সাথে,
রাতের ঘড়ির কাঁটা ছুটছে আজ
আমার মরনের দিকে,
আমার ঘুম আসে না মন খারাপের রাতে।

তুমি শুধু ঘুম হয়ে যেও আমার দু’চোখে
আমার মন খারাপের রাতে।
আমি ঘুমোবো,
আমি ঘুমোবো।
—————
রশিদ হারুন
০১/০৫/২০১৯