সময় চলে যায় হাজারো উছিলায়,
কখনো যায় ঘুম অঘুমের দাবা খেলায়
অথবা, দৌঁড়ে চলে যায় বুক পকেটের ফাঁকফোকর দিয়ে।
ইচ্ছে হলেই সময় চলে যায় সংসার অসংসারের নাটকের স্ক্রীপ্টে,
মাঝে মাঝে চলে যায় বড়ো হতে চাওয়ার থ্রীলারে রঙিন চশমায়।
সময় যেতে যেতে টের পাই বুকের ভিতর এক বুক ভাঙছে,
শরীরের আস্তর খসে পড়ার আওয়াজ ভেসে বেড়ায় শরীরময়।
মনের মেঘে মেঘে ভেসে বেড়ায়
এক জীবনের চিরবিদায়ের করুন আর্তনাদ।
প্রতিদিন সকাল সকাল
মনে পড়ে যায়
একটি কবিতা এখনো অসম্পূর্ণ,
কবিতাটি শেষ করার জন্য আর কিছুদিন যদি পেতাম;
এই এক উছিলায়
‘সময়’ বসে থাকুক না বুকের ভিতর আর কিছুকাল,
কারোইতো কোন ক্ষতি হবে না তাতে।
আহারে,
এই পঞ্চাশের শরীরে
বুকের ভিতরে অদৃশ্য এক ঈশ্বরীয় হাত হাতরে বেড়ায়।
সেই ঈশ্বরীয় হাত
এতো কেন কাছে টানে!
এতো কেন কাছে টানে?
—————————
র শি দ হা রু ন
০৯/০১/২০২২