কী এক অদ্ভুত খাঁখাঁ শূন্যতায়
বুকটা হঠাৎ হঠাৎ ডেকে ওঠে,
নাড়া দিয়ে যায় এক লহমায়,
ধার করা এই এক জীবনকে।

তখন চারদিক থেকে শুধু আর্তনাদের মতো কানে ভেসে আসে এক সুতীব্র হাহাকার
- আহা, আহারে!
মুখ থেকেও কখন যে বের হয়ে আসে সেই একই শব্দ
- আহা, আহারে!
————————
রশিদ হারুন
২৮/০৬/২০২০