১.
এন্টি-ভাইরাস
——————
আমার নাম দিয়ে গুগলে খুঁজলে পৃথিবীর সব মানুষ এখনো দেখতে পায় আমার ছবি।
অথচ তোমার বুকের সার্ভারে এখন আর আমার একটি ছবিও খুঁজে পাওয়া যায়না
এমন কি নামটিও,
আমার সবই মুছে যাচ্ছে দিনদিন তোমার বুক থেকে!
তোমার বুকে এ কোন ভাইরাসে ধরেছে?
এন্টি-ভাইরাস হিসাবে আমার কথা আরেকবার ভাবতে পারো।
———————
২.
ফ্রেন্ড রিকোয়েস্ট
———————
মোবাইলের কি বোর্ডের অক্ষরগুলো হঠাৎ করেই ছুটোছুটি শুরু করে,
যা লিখতে চাই
কখনো লেখা হয়না।
এটা কিন্তু সব সময় হয়না
হয় শুধু তোমাকেই লিখতে গেলে!
তাই তোমাকে লেখা হয়না কখনো ম্যাসেন্জারের রিকোয়েস্টে
-দয়া করে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করো।
——————
৩.
রাতের ঘুম
—————-
সব বন্ধুদের ম্যাসেন্জারের সবুজ বাতি জ্বলে থাকে সব সময়
শুধু তোমারটা কখনোই জ্বলেনা!
এতোসব সবুজ বাতির ভিড়
তবুও অন্ধকারের ভয়ে রাতে আমার ঘুম হয়না
আমি এতো নিঃসঙ্গ কেন?
তোমার ম্যাসেন্জারের সবুজ বাতিটা রাতে জ্বালিয়ে দিও
আমার নিঃসঙ্গতা নিভে যাক
“অন্ততঃ রাতের বেলা আমাকে ঠিকমতো ঘুমোতে দাও।”
——————
রশিদ হারুন
১১/১১/২০২০