আমি আর ফিরে তাকাবোনা,
অন্ততঃ আজ আমি পিছনে ফিরে তাকাবোই না,
আমার কবিতার দোহাই,
বিদায়ের সময় মনোলীনা যেনো আজ আমাকে পিছনে না ডাকে।

আমার চোখ দুটো
মনোলীনার ‌অজান্তে তারই চোখে
-আজ নিশ্চিন্তে রোদ পোহাচ্ছিল,
আর আত্মহারা হয়ে ইচ্ছেমতো গড়াগড়ি দিচ্ছিল।

আমি পিছন ফিরে তাকালেই যদি
-চোখ দুটো ভুল করে আবার ফিরতে চায় আমার কাছে!
অন্ততঃ তারা একদিন মনোলীনার চোখে মাখামাখি হোক।
——————————
রশিদ হারুন
১৩/০৬/২০২০