প্রায়ই ভুল করে
প্রিয় হলুদ রংয়ের শার্টটি গায়ে চড়াই,
আয়নায় যখনই নজর পড়ে
তখনই লাল রং এর ছোপ ছোপ দাগ চোখে পড়ে।

মনে পড়ে যায়-
একদিন ভুল করে
তোমার লাল ব্লাউজের সাথে
হলুদ রংয়ের শার্টটি এক সাথে ধুয়েছিলে।
সেই সময় শার্টের গায়ে লাল রং লেগেছিলো।

কেউ দেখলে ভাববে রক্তের দাগ,
হলুদ শার্টের শরীরে যেনো রক্তক্ষরন,
প্রতিবারই মনে হয় শার্টের শরীরে লাল রং বাড়ছে,
আবার শার্টটি খুলার সাথে সাথে
কেনো যে অনুভব হয়-
আমার পুরো শরীরে লাল রং লেগে আছে !!

তখনই মনে পড়ে
তুমিতো বহুদিন আগেই
এই ঘর ছেড়ে হারিয়েছো,
অন্য ঘরে থাকো
অন্য শহরে থাকো।
শুধু ভুল করে ফেলো গেছো আমার ঘরে
তোমার লাল ব্লাউজটি।

আমার হলুদ শার্টটি
আর তোমার লাল ব্লাউজটি
এখনো একসাথেই থাকে
তোমারই পছন্দের আলমারীতে।
——————————————
রশিদ হারুন
৩০/০৮/২০১৯