ম্যাসেন্জারে মেসেজ দিয়েই,তুমি চুপচাপ
তুমিতো বুঝবে না, আমার বুকের ধুপধাপ
বিকেল সাড়ে চারটায়, ঠিক শাহবাগের মোড়ে।
বসের মেজাজ চরম খারাপ, ছাড়বে না
চারটার আগে কোনমতেই বলতে পারবো না
মতিঝিলে তখন অনেক জ্যাম,আসব দৌড়ে?
দু’বছরে মোবাইলে, আজ প্রথম মুখোমুখি
এতো মানুষ,হবে কি গোপন চোখাচোখি?
আজই তোমায় বলবো, “চলো বিয়ে করি”
আমি কিন্তু বত্রিশে, তুমিতো আটাশে?
বয়স বাড়ছে দু’জনেরই,অপেক্ষার বাতাসে
রাগবে নাতো, যদি ইচ্ছে করে হাত ধরি?
আমি আজ নীল শার্টে, সেল্ফি দিলাম দেখো
তুমি যখন বেড়োবে,ম্যাসেন্জারে সেল্ফি রেখো
আজ সত্যিই কাটবে তাহলে অপেক্ষার প্রহর?
ম্যাসেজ এখনো unseen , চারট প্রায় বাজে
মোবাইলও বন্ধ,অন্য কিছু ভাবোনিতো এর মাঝে?
আমি কিন্তু আসবোই,সাক্ষী থাকবে ঢাকা শহর।
————————————
রশিদ হারুন
১৫/০৬/২০১৯