তুমি এসো
তুমি চলে এসো
ভোরের স্নিগ্ধ আলোয়,
শারদ প্রাতে শিশিরের হীরকছটায়।
তুমি এসো
খোলা চুলে,
সবুজ আঁচল উড়িয়ে ,
কৃষ্ণচূড়া রঙের আলতা পায়ে।
তুমি এসো
ডাহুকের ডাকে,
বৃষ্টি পড়ার মরমর ছন্দে,
অর্ণব ঊর্মি র উঁচুনিচু দোলায়।
তুমি এসো
ফুলের সৌরভ ছড়িয়ে,
হিমালয়ের শুভ্রতা ছাড়িয়ে,
অপ্রেমের ধূসরতা মাড়িয়ে,
নিশুত রাতের নিস্তব্ধতা ভেঙ্গে।
তুমি এসো
তোমার জন্য গোধূলি বিকেলে
রক্তাভ নৈঋতে তাকিয়ে আছে
এক দিকভ্রান্ত যুবক ।