আমি আমার সন্তানের জন্য
এমন একটি আবাস স্থল খুঁজছি,
যেখানে বসবাস মানে কারাবাস নয়
যেখানে পৃথিবী মানে একটি কারাগার নয়
যেখানে বেঁচে থাকা মানে এক দুঃসহ নরক জীবন নয়
যেখানে এক চিলতে বাতাস মানে এক বুক দীর্ঘশ্বাস নয়
যেখানে এক খন্ড রুটি মানে এক খন্ড পাথর নয়
যেখানে গান গাওয়া মানে আত্মনাদ করা নয়
যেখানে জ্যোৎস্না মানে, বিদ্যুতের আলো নয়
যেখানে ফসল মানে খনিজ তৈল নয়
যেখানে শ্রমিক মানে ক্রীতদাস নয়
যেখানে আশ্রয়দাতা মানে প্রভু নয়
যেখানে অধিকার মানে করুনা নয়
যদি কখনো খুঁজে পাই
তবে কিনে নেব তা জীবনের দামে।