এমন তো হতে পারতো
কেউ একজন আছে আমার ।
তাহলে,
তাকে নিয়ে হয়তো কেটে যেতো
আমার বিষণ্ণ বিকেলগুলো।
হয়ত,
তার চোখেই তাকিয়ে থাকতাম
চোখের অনিমেষে
হৃদয়ের মুগ্ধতায়।
হয়ত,
একাগ্র পাঠে মুখস্থ করে নিতাম
তার চুল, চিবুক, নিতম্ব,
দেহের অবয়ব রেখা,
চোখ, চোখের চাহনি,
হাসির শুভ্রতা,
অধরের মাদকতা,
কথার মাধুর্যতা।
কিন্তু
আজো কেউ আমার হয়নি
আর আমিও কারও ‘কেউ’ হতে পারিনি।
তাই
আমার স্থপতি কল্পনারা
আমাকে ভেঙ্গে চুরে গড়ে নেয়
আমার অদেখা ‘কেউ’ একজনকে।