তুমি যখন বরফ-গলা নদীর মতো বয়ে যাও
তখন ইচ্ছে হয়
আইবুড়ো বটগাছ হয়ে ঠায় দাঁড়িয়ে থাকি
তোমার কুলে।
আমার বিলাসী চোখ
দেখতে চায়
তোমার বয়ে চলা,
তোমার দেহের আঁকা-বাঁকা ঢেউ,
দিনের উষ্ণতায় আর রাতের নীরবতায়।
যদি কখনো তুমি উন্মত্ত প্রেমিকার মতো
আগ্রাসী হয়ে উঠ
পাড় ভাঙ্গা উন্মাদনায়,
কুল গ্রাহী হয়ে উঠে তোমার বুকের জল,
আমিও উপড়ে পড়বো তোমাতে।
ডুবে যাব তোমার অতল জলে,
আর কখনো ভেসে না উঠার প্রতিজ্ঞায়।