এখানে আমি ভালোই আছি,
তুমি ভালতো?
এখনো সূয্য উঠে প্রতিদিনের নিয়মে,
তুমি দেখতো?
এখানে আমি ভেবে যাই তোমায়,
তুমি ভাবতো?
এখনো আমি আগের মতই আছি,
তুমি আছতো?
এখানে আমি পথহারা পথিক,
তুমি জানতো?
এখনো তোমায় নিয়ে সপ্ন আঁকি,
তুমি আঁকতো?
এখানে আমি অপেক্ষা করি,
তুমি করতো?
এখনো চাই ফিরে আস,
আসবেতো?