সময়টা আপন কক্ষপথে করে যায় আবর্তন
মানুষের মাঝে আজ বিশাল পরিবর্তন
টাকা ছাড়া মানুষ আজ আর কিছু ভাবে না
গাড়ি-বাড়ি ছাড়া তারা আর কিছু বোঝে না।
অসহায় মানুষের মিলেনা দু'বেলা ভাত
ধনীদের মদের বোতল চলে সকাল-রাত,
ক্ষুধার্তদের জন্য নেই কোন বাজেট
নাইট ক্লাবে ড্যান্স চলে ফুল নাইট।
ক্ষমতার জন্য কেউ কেড়ে নেয় জীবন
নোংরামীতে ভরা আজকের এ ভূবন,
কোথাও নেই আজ আর মায়া-মমতা,
আজ আছে কাল নেই সে ক্ষমতা।
অসহায় তুমি আর করোনা কোন চিন্তা
আখিরাতের আগে মনে পড়বে এ দিনটা,
সৃষ্টিকর্তাকে তুমি সদা রেখো স্মরনে
সুখ তুমি পেয়ে যেতে পার শেষ জীবনে।