আর কাউকে ভালবাসবনা কখনো
তোমার পথপানে চেয়ে আছি এখনো,
তুমি আর ফিরে আসবেনা জানি
ফেলবনা আর আমি চোখের পানি।
আজ মনে পড়ে সেদিনটির কথা
তুমি আর আমি ছিলাম একা,
জানি কখনও আর হবে না দেখা
তবুও তোমার জন্য করব অপেক্ষা।
শীতের সকালে মনে পড়ে তোমায়
খুব ভোরে ডেকে উঠাতে আমায়,
ভালবাসি , আর বলবেনা তুমি
আর মুচকি হাসবনা তোমায় দেখে আমি।
চাঁদের আলোতে হাটতাম দু’জনে
তুমি থাকতে কেমন যেন আনমনে,
হঠাৎ হারিয়ে গেলে তুমি,
খুজে ফিরি এখনো তোমায় আমি।