পুরো নামঃ জ্বি এম দ্বীন-ইসলাম
ছদ্ম নামঃ অপূর্ব
চাঁদপুর জেলার শাহাপুর নামের একটি দৃষ্টিনন্দন গ্রামে ১৯৯১ সালে আমার জন্ম। বাবা মোঃ আব্দুল হক এবং মা মিসেস রাশিদা হকের প্রথম সন্তান আমি। আমরা তিন ভাই-বোন। গ্রামের দুরন্তপনায় আমার শৈশব কেটেছে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক শেষ করি গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে। প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক করি সরকারী তিতুমীর কলেজ থেকে।
বর্তমানে আমি বনানীর একটি প্রাইভেট কোম্পানীতে অফিস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত অবস্থায় আছি।