স্বাধীনতা বল কি তুমি ?
দিয়েছি তোমায় বুকের তাজা রক্ত
আর ত্রিশ লক্ষ শহীদের প্রাণ।
দিয়েছি তোমায় সহস্র মা-বোনের
ইজ্জত হারানোর অসহায় চিৎকার।

পাকিদের অস্রের মহড়া উপেক্ষা করে
তোমার জন্য ছিলাম রাজপথে
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধকাল।
দিয়েছি তোমায় বিজয়ের স্বাদ
লাখো লাখো মানুষের পতাকা মিছিল।


তুমি কিছুই দাওনি আমায় প্রতিদান
তুমি দিয়েছ আমায় নিধারুন কষ্ট।
স্বাধীনতার আড়ালে আমি এখনো পরাধীন
দূর থেকে কেউ কেড়ে নিয়েছে অধিকার
আমি ফিরে পেতে চাই মায়ের মুখের হাসি।