ইচ্ছে করে মাঝে মাঝে
নীল সাগরটা দেই পাড়ি,
ইচ্ছে করে হঠাৎ করেই
ফিরে যাব বাড়ি।

ইচ্ছে করে মাঝে মাঝে
মেঘের ভেলায় ভাসতে,
আবার কখনো ইচ্ছে করে
খিল-খিলিয়ে হাসতে।

ইচ্ছে করে মাঝে মাঝে
উদাস মনে ঘুরি,
আবার কখনো ইচ্ছে করে
আকাশ থেকে নীলটা করব চুরি।

ইচ্ছে করে মাঝে মাঝে
হঠাৎ হারিয়ে যাই,
আবার কখনো ইচ্ছে করে
বোকা বনে যাই।