মন ভাল নেই
লাগে শুধু একা একা,
মনটা শুধু কেঁদে বলে
কখন তোমার পাব দেখা।
বিকেল বেলা খেলার মাঠে
খেলতে যখন যাই,
মাঝে মধ্যে হঠাৎ করে
তোমায় দেখতে পাই।
হাত বাড়িয়ে যখন আমি
তোমায় ধরতে চাই,
তখন দেখি তুমি আবার
আমার পাশে নাই।
এভাবেই মাঝে মধ্যে
আমি ধোকা খাই,
আবার কখনো ইচ্ছা করে
বোকা বনে যাই।
সত্যি কথা বলতে গেলে
ভীষন কষ্ট পাই,
তুমি বন্ধু সত্যিই যে
পৃথিবীতে নাই।
ইচ্ছে করে মাঝেমধ্যে
তোমার কাছে যাই,
চলার পথে হঠাৎ আমি
পিছু ফিরে চাই।