কখনো তুমি আকাশের নীল
অপলকে চেয়ে থাকি,
কখনো তুমি চিত্র শিল্প
একা বসে আমি আঁকি।
কখনো তুমি বর্ষা আকাশ
অঝোরে বৃষ্টি ঝরাও,
কখনো তুমি বসন্ত ফুল
তোমার সুরভি ছড়াও।
কখনো তুমি পুর্নিমা চাঁদ
দিয়ে যাও আমায় আলো,
কখনো তুমি আঁধার রাত্রি
নিকষ আঁধার কালো।
কখনো তুমি ভোরের শিশির
শিহরিত হই আমি,
কখনো তুমি কল্পনা মোর
পৃথিবীর সবচেয়ে দামী।
রচনাকালঃ ০৯/০৬/২০২০ ইং
ঘড়িতে সময়ঃ ১০ঃ৫৫ (রাত)