অনুকাব্য (বিবাহিত পর্ব )

(১)
কেমন জোড়া জুড়িয়ে দিলে!
ওগো, জোড়া-জুড়ির রাজা।
আমার দেহের এতটুকুও ব্যাথা
তার হৃদয়ে গাঁথা।

(২)
চলতি পথে হঠাৎ আমি
হোঁচট পেলাম, খুব মামুলি।
অমনি তাহার চক্ষু জুড়ে
জল টলমল, খুব দামী।

(৩)
আগে আমার ফাঁকা ব্যালকোনি
বাতাস করত হু.......হু........
এখন আমার ফুলেল ব্যালকোনি
কোকিল ডাকে কু.....হু.........

(৪)
আগে আমার বন্ধ রসুই ঘর
হোটেল ছিল বাঁধা।
এখন আমার ব্যস্ত রসুই ঘর
পেটে পরে না যা..তা..।

(৫)
আগের সন্ধ্যা চা-খানাতে
মশার কামড়, আড্ডায় ছিল ঠাসা।
এখন সন্ধ্যা যায় ভেসে যায়
খুনসুটিতে, বন্ধুরা বলে ’আহা’।