শিয়ালেরা হেঁকে যায়
মুরগিদের পথে থাকা দায়!
তবে কি হবে ঘর বন্দি সবে?
আহা! জিম কর্বেট,
মাটির নীচের হিম ঘরে শুয়ে
শুনতে কি পাও শিয়ালের হাঁক?
একদা ভারতবর্ষের অuজপাড়া গাঁয়ে গাঁয়ে
শিয়াল নয়, মানুষখেকো বাঘের মুখে দাঁড়িয়ে ছিলে
একা, হাতে ছিল শুধুমাত্র সেকেলে টোঁটা।
আজ কালাশনিকভ সাহেবের কল্যাণে
আমাদের হাতে এসেছে ‘এ কে-ফর্টি সেভেন’।
তবু পথে-ঘাটে-ময়দানে
বিদ্যালয়ের গেইটে, বক্তৃতার মঞ্চে
বাজারে কিংবা চা-খানার আড্ডায় শিয়ালের ভীড়
হেঁকে যায় একটানা - হুক্কা.......... হুয়া........।
তবে জিম কর্বেট
ফিরে এসো,
ফিরে এসো
আর একটি বার
নৈঃশব্দের দেশ থেকে
শব্দময় জগতে
শিয়ালের মুখোমুখি দাঁড়াতে।