আমি হই যদি রাজা একদিন
আগলটা দেই খুলে
পাগল বলে মনের ভুলে পথ যে খোঁজে
তার হাতে দেই বীন।
সুর যারা ভুলে ছিলো ফের তারা গান গাক
রণসাজ খুলে রাজসেনা জনহীতে মেতে থাক।
বিচার-শালা ভেঙে ফেলে শিক্ষায় গড়িপ্রাণ
ভাই ভাই একসাথে মিছে কেন অপমান ।
তুমি যারে চোর বলো, কেন সে করে চুরি?
কোতোয়াল সাধু তুমি! বুঝি সব জারিজুরি।
হচ্ছে যা ইতিউতি, খোঁজ মিছে আতিপাতি
ধনী শুধু সুখী রয়, গরীবের দুর্গতি ।
সাদা চোখে ঠুলি এঁটে কেন কালো দেখ সব
অকারণ অনুযোগে হাজারো কলরব।
আমি যদি হই রাজা
রইবে না কোনো সাজা
প্রানের সে খেলা ঘরে
মানুষেরে নিত্য পূজা ।